হিন্দু-মুসলিম সম্প্রীতি

আমার বন্ধু সংখ্যা খুবই স্বল্প। আমার এই স্বল্পসংখ্যক বন্ধুর মধ্যে বেশ কয়েকজন বন্ধু আছে যারা হিন্দু ধর্মাবলম্বী। তারা অনেক আস্থাভাজন ও বিশ্বাসী। অনেক অনেক বন্ধুসূলভ। তাদের সাথে চলার পথে কোনোদিন কোনো বিষয় নিয়ে বাক-বিতন্ডাও হয়নি। ওদের সাথে সম্পর্কটা অনেক বেশি হৃদ্যতাপূর্ণ। আমি জানি শুধু আমি নই এই দেশের প্রতিটা মুসলমানের সাথে প্রতিটা হিন্দুর সম্পর্ক অনেক বেশি হৃদ্যতাপূর্ণ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। তাই বাহ্যিক কোনো প্রভাবে আমাদের এই অসাম্প্রদায়িক চেতনায় যেনো কোনো প্রকার চিড় না ধরে সেই দিকে আমাদের প্রত্যেককেই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই দেশটা আমার, আমাদের সকলের। তাই আমাদের প্রত্যেকের মাঝে সুসম্পর্ক ও সম্প্রীতি বজায় রেখে এক হয়ে একসাথে চলার দায়িত্বটাও আমাদের সকলের । ❤️

সাফওয়ান ইবনে শাহাব
Safwan Ibn Shahab






অণুকথন কাব্যগ্রন্থ সম্পর্কে আমার লেখা ব্লগটি পড়তে এখানে ক্লিক করুন। 







10th Year's Celebration of Bangladesh Local Guides

10 years of BDLG Celebration Meetup  It was held on 21st February. Bangladesh Local Guides is a voluntary community which contributes on Goo...